ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০১৯
মোঃ হাসিম উদ্দিন,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর উপজেলার খাঁনপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য রেবেতুস মুরমু’র মৃত্যুতে সোমবার (৩০ ডিসেম্বর) ওই ওয়ার্ডে শূন্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আব্দুর রহমান মোরগ প্রতীকে ৬৭৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী লিওজার্ভেস মুরমু পেয়েছেন ৫২৫ ভোট। উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, নির্বাচনে যাতে কোন প্রকার অরাজকতা বিরাজ করতে না পারে সেজন্য পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি র্যাব মোতায়েন করা হয়েছিল। দিনভর নির্বাচন কার্যক্রম তদারকি করেন বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি মিথুন সরকার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুজ্জামান মনির।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST