ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
করোনায় দেশে আরও ১১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৫ হাজার ৫১৩ জন। এর আগে সোমবার দেশে মৃত্যু হয় ১১৭ জনের। শনাক্ত হয়েছে ৫ হাজার ৭১৭ জন। মঙ্গলবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ হাজার ২৪৯ জন। এর ফলে দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ১৪ লাখ ৬২ হাজার ৯৬৪ জন।
এর আগে রোববার দেশে মৃত্যু হয় ১৩৯ জনের। শনাক্ত হয় ৪ হাজার ৮০৪ জন। এদিকে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৭ হাজার ৫৬৪ জন। এ সময় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৪১১ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৫ লাখ ৭০ হাজার ৮২১ জন।মঙ্গলবার (২৪ আগস্ট) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যান-ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৯৯৯ জনের। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৫৩ হাজার ৩৬ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৯ কোটি ৮ লাখ ১১ হাজার ১৯১ জন।
করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৩ কোটি ৮৮ লাখ ১৪ হাজার ৫৯৬ জন। এর মধ্যে ৬ লাখ ৪৬ হাজার ৬৬৭ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন ৩ কোটি ৫ লাখ ৭০ হাজার ২২৯ জন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST