২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২১

২৪ ঘন্টায় বেড়েছে মৃত্যু, কমেছে শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৯৪ জনের। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ১০৯ জনে।  এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩ হাজার ৭২৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ লাখ ৯৭ হাজার ২৬১ জনে।

সোমবার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোবাবর দেশে ৮৯ জনের মৃত্যুর খবর জানানো হয়। নতুন শনাক্ত হয়েছে ৩ হাজার ৯৪৮ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে ৩০ হাজার ৮৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।নমুনা পরীক্ষার অনুপাতে রোগী শনাক্তের হার ১২ দশমিক ০৭ শতাংশ।

এসময়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ১৮৬ জন।এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ২১ ৮৮৩ জন। এদিকে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে আরও ৭ হাজার ৪৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাড়ে চার লাখের বেশি। নতুন করে সুস্থ্ও হয়েছেন চার লাখের বেশি মানুষ।

সোমবার আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে। ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ১৫ হাজার ৫৩ জনে। শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ কোটি ৭২ লাখ ১৪ হাজার ৮৮৪ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ কোটি ৪১ লাখ ১৪ হাজার ৩৩০ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৯৬ লাখ ৬৫ হাজার ৫১৫ জন। এর মধ্যে মারা গেছেন ছয় লাখ ৫৪ হাজার ৬৮৯ জন। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৭ লাখ ৩৭ হাজার ৫৬৯ জন। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩৮ হাজার ৩৮৭ জন।

সংক্রমণের ওই তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্তের সংখ্যা দুই কোটি ৭ লাখ ৪১ হাজার ৮১৫ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭৯ হাজার ৩৩০ জন। সংক্রমণের তালিকায় এর পরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান, ইতালি। সংক্রমণের তালিকায় আবারও ২৬ নম্বরে ফিরেছে বাংলাদেশ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest