ফিরে দেখা ২০১৯, রাজশাহীতে ৫ খুন সহ আলোচিত যতসব ঘটনা

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

ফিরে দেখা ২০১৯, রাজশাহীতে ৫ খুন সহ আলোচিত যতসব ঘটনা
ওমর ফারুক, রাজশাহী :রাজশাহী মহানগরীতে ২০১৯ সালে অনেক আলোচনা ও সমালোচিত অনেক ঘটনা ঘটে। আলোচিত ও সমালোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে। রাজশাহীতে সবচেয়ে সমালোচিত হয় অপরাধী না হয়েও সজল মিয়ার দেড় মাস কারাভোগ, ছাত্রলীগের অধ্যক্ষকে পানিতে ফেলে দেওয়া, রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম, চিকিৎসা অবহেলায় রোগীর আত্মহত্যা, বিরোল চুল ওঠা রোগ, পাওনা টাকা চাওয়ায় দোকানি খুন, পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষক, গুজবে লবনের দাম বৃদ্ধি, পদ্মা সেতুতে মাথা লাগবে এসব ঘটনা। নিচে এসব ঘটনার বিবরণ দেয়া হলো। অপরাধী না হয়েও কারাভোগ: অপরাধী না হয়েও নগরীর বোয়ালিয়া থানাধীন ছোটবনগ্রাম পশ্চিমপাড়ার তোফাজ উদ্দিনের পুত্র ডাব বিক্রেতা সজল মিয়া নামে এক ব্যক্তির প্রায় দেড় মাস কারাভোগের বিষয়টি ছিল বিগত বছর রাজশাহীসহ দেশব্যাপী ব্যাপক আলোচিত ঘটনা। আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায় নারী শিশু আইনের একটি মামলায় সজলের বড় ভাই যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সেলিম ওরফে ফজলের পরিবর্তে সজলকে ফজল বলে দীর্ঘ ১০ বছর পর শাহমখদুম থানা পুলিশ ২০১৯ সালের ৩০ এপ্রিল গ্রেপ্তার করে কোর্টে সোপর্দ করলে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এই মামলায় আদালত ২০০৯ সালের ২৮ আগস্ট সেলিম ওরফে ফজলকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৬(১) ধারায় যাবজ্জীবন কারাদÐ, ৫ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদÐ প্রদান করেন এবং অপর আসামিদের খালাস দেন। পলিটেকনিকের অধ্যক্ষকে পানিতে নিক্ষেপ: অধ্যক্ষকে টেনেহিঁচড়ে পুকুরের পানিতে ফেলে দেওয়ার ঘটনাও ছিলো বছরের আলোচিত বিষয়। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষকে পুকুরে ফেলে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। শনিবার দুপুরে পলিটেকনিক ইনস্টিটিউটে এ ঘটনা ঘটে। পরে অন্যান্য শিক্ষকরা অধ্যক্ষ প্রকৌশলী ফরিদউদ্দিন আহম্মেদকে উদ্ধার করে। রাজশাহীতে লবণ দাম বৃদ্ধি: সারাদেশে পেঁয়াজের পাশাপাশি গুজবে যুক্ত হয়েছে লবণ। লবণের প্রতি কেজি হবে ১৫০ থেকে ২০০ টাকা এমন গুজবে ভাসছে পুরো দেশ। এ গুজবে কান দিয়ে রাজশাহীর বাজারে শুরু হয়েছে লবণ কেনার ধুম। বাজারের টান দেখে দোকান মালিকরা লবণ গুদামে মজুত করতে শুরু করেছেন। রাজশাহীর বাজারে প্যাকেটজাত প্রতি কেজি লবণের দাম ৩০ টাকা। ক্রেতার ভিড় দেখে কোনো দোকানি কেজিতে ১০ টাকা করে বেশি নেওয়া শুরু করেছেন। থানার সামনে গায়ে কলেজ ছাত্রীর শরীরে আগুন: ২৮ সেপ্টে¤র স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে থানায় অভিযোগ দিতে গিয়েছিলেন এক কলেজছাত্রী। তবে পুলিশ সেই অভিযোগ না নিয়ে কলেজছাত্রীকে ফিরিয়ে দেয়। আর সেই ক্ষোভে থানার সামনেই নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় কলেজছাত্রী। শনিবার দুপুরে রাজশাহী নগরীর শাহমুখদুম থানার সামনে এই ঘটনা ঘটে। দগ্ধ কলেজ ছাত্রীর নাম লিজা (১৯)। তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার প্রধানপাড়া এলাকার আব্দুল লতিফ বিশ্বাসের পালিত মেয়ে। লিজা রাজশাহী মহিলা কলেজের বাণিজ্য দ্বিতীয় বর্ষের ছাত্রী। নগরীর পবাপাড়া এলাকার একটি মেসে থাকতেন তিনি। লিজার সহপাঠী ও তার বান্ধবীরা জানান, গত ২০ জানুয়ারি লিজার সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার খানদুরা গ্রামের খোকন আলীর ছেলে ও রাজশাহী সিটি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র সাখাওয়াত হোসেনের (২০) বিয়ে হয়। পরিবারকে না জানিয়েই সাখাওয়াত হোসেন লিজাদের গোবিন্দগঞ্জের বাড়িতে গিয়ে বিয়ে করেন। সাখাওয়াতও রাজশাহীতে একটি ছাত্রাবাসে থাকেন। জানা গেছে, বিয়ের পর কিছুদিন স্বামী-স্ত্রীর মধ্যে স্বাভাবিক সম্পর্ক থাকলেও পরে কলহ-দ্ব›দ্ব শুরু হয়। পরিবারের সম্মতি না পাওয়ায় সাখাওয়াত লিজাকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারেননি। এক পর্যায়ে সাখাওয়াত স্ত্রী লিজার সঙ্গে যোগাযোগ বন্ধ করে গ্রামের বাড়িতে গিয়ে থাকতে শুরু করেন। রুয়েট ছাত্রীকে অটোরিক্সায় যৌন হয়রানি: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্রীকে চলন্ত অটোরিকশার মধ্যে যৌন হয়রানি করে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক অটোরিকশাচালককে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অটোচালক শামসু ডলার সুমন নগরীর ভেড়ীপাড়া এলাকার মৃত আমান উল্লাহ রেন্টুর ছেলে। এর আগে গত ১৯ আগস্ট বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বাসায় ফেরার সময় রাজশাহীর নগর ভবন এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী রুয়েটের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থী। ঘটনার পর ওই ছাত্রী নিজেই তার ফেসবুকে ঘটনাটি তুলে ধরেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখে তিনি এই প্রতিবাদ করেন।যৌন হয়রানির কোনো বিচার হবে না এমন ক্ষোভ প্রকাশ করে তিনি লিখেন। তার ফেসবুকে ঘটনাটি তুলে ধরার পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনার পরদিন ২০ আগস্ট তিনি নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষক রাজশাহীর বাঘায় চুরি আতঙ্কে দিনেও লাঠি হাতে নিয়ে পেঁয়াজ ক্ষেত পাহারা দিচ্ছেন দানেশ মÐল নামের এক চাষী। মঙ্গলবার আড়ানী হামিদকুড়া গ্রামের মাঠে পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে দেখা যায়। এ বিষয়ে হামিদকুড়া গ্রামের দানেশ মÐল বলেন, অতিরিক্ত দামের কারণে কদর বেড়েছে পেঁয়াজের। তাই দিনের বেলাতেও পাহারা দিতে হচ্ছে। এ ছাড়া রাত জেগেও পেঁয়াজ ক্ষেত পাহারা দিতে হচ্ছে। তিনি বলেন, এ বছর আমি এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছি। চড়া দামের কারণে পেঁয়াজ চুরির ভয় বেশি। তাই দিনেও পাহারা দিতে হচ্ছে। তবে বিগত বছর এভাবে পেঁয়াজের ক্ষেত পাহারা দিতে হয়নি বলে জানান তিনি। টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে খুন : টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবলীগ নেতা সানোয়ার হোসেন রাসেল অপর পক্ষের হামলায় নিহত ও তার ভাই আনোয়ার হোসেন রাজা গুরুতর আহত হন। এ ঘটনায় রাজশাহীতে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পুলিশ আসামীদের মধ্যে কয়েজনকে গ্রেফতার করে। বাড়িতে হামলা চালিয়ে হত্যা : নগরীর শাহমখদুম থানা এলাকার ভুগরইল পশ্চিমপাড়া এলাকায় বাড়িতে হামলা চালিয়ে সেলিম নামের এক যুবককে হত্যা ও তার বাবাকে গুরুতর আহত করা হয়। পরে আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আসামীদের গ্রেফতার করে পুলিশ। ৪ টি গরুর জন্য মালিককে হত্যা : রাজশাহী মহানগরীর দাসপুক

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest