স্থগিত থাকা ১৬১ ইউপিতে ভোট ২০ সেপ্টেম্বর

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২, ২০২১

স্থগিত থাকা ১৬১ ইউপিতে ভোট ২০ সেপ্টেম্বর

মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে স্থগিত থাকা ১৬১ ইউনিয়ন পরিষদ (ইউপি) ও ৯ পৌরসভার নির্বাচন আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, প্রথম ধাপে ১৬৭টি ইউপির ভোট স্থগিত করা হয়েছিল। এর মধ্যে ১৬১ ইউপিতে আগামী ২০ সেপ্টেম্বর ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পাঁচটি ইউপির চেয়ারম্যান প্রার্থী মারা গেছেন। এছাড়া কক্সবাজারের একটি ইউপিতে আপাতত ভোট বন্ধ রাখার জন্য আমাদের কাছে অনুরোধ এসেছে। এই জন্য ১৬১টি ইউপিতে ভোটগ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।একই দিন স্থগিত থাকা নয়টি পৌরসভায়ও ভোটগ্রহণ করা হবে বলে জানান ইসি সচিব।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest