মির্জাগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও কম্বল বিতরন

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০

মির্জাগঞ্জে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে  পাঠ্যপুস্তক ও কম্বল বিতরন

কামরুজ্জামান বাঁধন,ষ্টাফ রিপোর্টারঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকার কর্তৃক প্রদত্ত বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরন ও বই উৎসবে উপজেলার একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক ও কম্বল বিতরন করা হয়েছে। গতকাল বুধবার সকালে একতা বহুমুখী প্রতিবন্ধী বিদ্যালয় মিলনায়তনে পাঠ্যপুস্তক ও কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো.আবদুস সালাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ৩নং আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.সুলতান আহমেদের সভাপতিত্বে ও শিক্ষক মো. মজিবর রহমান হিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুনীল কুমার রায়,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো.কাওসার ও সাংবাদিক কামরুজ্জামান বাঁধন প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের ২১০জন প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের প্রত্যেকের হাতে সরকার কর্তৃক বিনামূল্যে বই ও একটি করে শীতবস্ত্র(কম্বল) প্রদান করা হয়


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest