ঢাকা ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২০
মোঃ হাসিম উদ্দিন নবাবগঞ্জ, দিনাজপুর প্রতিনিধি: সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রাথমিক, এবতেদায়ী, মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও ভোকেশনাল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরে বই বিতরণের মাধ্যমে পাঠ্যবই বিতরণ উৎসব পালিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় পৌর শহরের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ চত্বরে, প্রধান অতিথি হিসাবে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক পাঠ্যবই বিতরণ উৎসবের উদ্বোধন করেন।
এসময় প্রধান অতিথি শিবলী সাদিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক স্কুল পর্যন্ত শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেয়ার ব্যবস্থা নেয়ায় গত ১০ বছরে শিক্ষার্থীর হার বেড়েছে।
তিনি বলেন, বই কিনতে না পারার জন্য আর শিক্ষার্থীরা ঝড়ে পড়েনা। এখন বিনা বেতনে পড়ালেখার সুযোগ পাচ্ছে শিক্ষার্থীরা।
উপজেলা পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম রাজু’র সভাপতিত্বে, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, সার্কেল এএসপি মিথুন সরকার, ওসি মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি যথাক্রমে, শ্রী শিবেস চন্দ্র কুন্ডু, শ্রী নাড়ু গোপাল কুন্ডু, ভাইস-চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু উপস্থিত ছিলেন। এছাড়াও বই উৎসব অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, উপজেলা আ.লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন। সরকার প্রদত্ত-২০২০ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত অত্র উপজেলার শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে ৪ লক্ষাধিক নতুন বই তুলে দেওয়া হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST