আজ আসছে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

প্রকাশিত: ৮:৩৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২১

আজ আসছে সিনোফার্মের আরও ৫৪ লাখ টিকা

চীন থেকে কেনা সিনোফার্মের ৫৪ লাখ টিকা দেশে আসছে আজ শনিবার। গতাকল শুক্রবার (১০ সেপ্টেম্বর) ঢাকাস্থ চীনা দূতাবাস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে। টিকা বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি চীন থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দিয়েছে। আজ সকালে টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বলে জানায় চীনা দূতাবাস।

এর আগে দুই দফায় ১১ লাখ টিকা বাংলাদেশকে উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় ৬ লাখ ডোজ টিকা উপহার দিয়েছিল চীন।

এছাড়া ৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে।আর দ্বিতীয় দফায় ১৭ জুলাই আরো ২০ লাখ টিকা এসেছে। ৩০ জুলাই মাসে আসে আরও ৩০ লাখ টিকা।

গত ১০ আগস্ট প্রথম বারের মতো কোভ্যাক্সের আওতায় ১৭ লাখ টিকা আসে চীন থেকে। আর দ্বিতীয় দফায় ১১ আগস্ট আরো ১৭ লাখ ৭০ হাজার টিকা ঢাকায় আসে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা দেশে এসেছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest