বরিশালে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২১উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২১

বরিশালে  জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২১উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ

“সবার জন্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এই স্লোগান নিয়ে ৬ই অক্টোবর বুধবার দুপুর সাড়ে ১২ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জাতীয় জন্ম নিবন্ধন দিবস ২০২১ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) বরিশাল মোঃ আবদুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক হোসেন, উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল সুদীপ্ত সরকার (পিপিএম), জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আবদুল লতিফ মজুমদার, জেলা শিক্ষা অফিসার বরিশাল মোঃ আনোয়ার হোসেন, পরিচালক জেলা তথ্য অফিস বরিশাল জাকির হোসেন,
বীর প্রতীক কে এস এম মহিউদ্দিন মানিক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সভাপতি বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব কাজী আবুল কালাম আজাদ, ইউনিসেফে বরিশালের প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে জন্ম নিবন্ধন কার্যক্রমের উপর ভিডিও ডকুমেন্টারি উপস্থাপন করা হয়। পরে আলোচনা সভায় অতিথিরা জাতীয় জন্ম নিবন্ধন দিবসের বিভিন্ন তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest