ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০
মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কৃষি ক্ষেত্রে উন্নত পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পূরণের উদ্দেশ্যে বাছাইকৃত ১১৪ জন কৃষকের মাঝে নিরাপদ সবজি চাষে পরিবেশ বান্ধব উপকরণ বিতরণ করা হয়েছে।
২ জানুয়ারী বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে ও ১ নং আলোকঝাড়ি ইউনিয়ন পরিষদের সহযোগিতায় বাসুলী গ্রামকে নিরাপদ সবজি গ্রাম বাস্তবায়নের উদ্দেশ্যে উপজেলা পরিষদের সহযোগিতায় কৃষি বিভাগে পরিকল্পনা মাফিক কার্যক্রমের অংশ হিসেবে ১১৪ জন কৃষককে নিরাপদ সবজি চাষে পরিবেশ বান্ধব কিউলিউর, ফেরোমেন ফাঁদ, বায়ো পেস্টিসাইড (ইকোম্যাক) সহ বিভিন্ন ধরনের উপকরণ বিতরণের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবু হাতেম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহমেদ মাহবুব-উল-ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারিন আজমি, আলোকঝাড়ি ইউপি চেয়ারম্যান আ স ম আতাউর রহমান প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST