কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেনাবাহিনী কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ l

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেনাবাহিনী কর্তৃক স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ l

সাইফুর রহমান শামীম ,,কুড়িগ্রাম।। চলমান করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সেনাবাহিনী কুড়িগ্রামের ফুলবাড়ীতে গরীব ও অসহায় মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর ) সকাল ১১ টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন কর্মহীন, গরীব, দুস্থ ,অসহায় ৩১৪ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন মেজর শামীম রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ, সার্জেন্ট গোলাম কিবরিয়াসহ সেনা সদস্যরা।

মেজর শামীম রহমান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় ৩১৪ জনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। যারা দরিদ্র ও দুস্থ তাদের মধ্যে মূলত এ কার্যক্রম পালিত হয়েছে। সামনে বিভিন্ন প্রতিকুল পরিস্থিতিতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest