সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে গোপন বৈঠকের সময় ৪ জামায়াত নেতা গ্রেফতার l

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২১

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে গোপন বৈঠকের সময় ৪ জামায়াত নেতা গ্রেফতার l

আবু রায়হান, জয়পুরহাটঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে গোপন বৈঠক করার সময় ৪ জামায়াত নেতাকে গ্রেফতার করেছে জয়পুরহাটের কালাই থানা পুলিশ।

কালাই থানা সূত্রে জানা গেছে, সোমবার (২৫ অক্টোবর) বিকালে সোনালী ব্যাংক কালাই উপজেলা শাখার নিচতলার জনৈক মোজাফফরের দোকান ঘরে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে গোপন বৈঠকে সমবেত হয়ে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক এর নেতৃত্বে এস.আই শাহিন মোহাম্মদ অনু ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ উক্ত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ জামায়াতে ইসলাম জয়পুরহাট জেলা শাখার আমির, সাধারণ সম্পাদক, কালাই উপজেলা শাখার বর্তমান নায়েবে আমির ও সাবেক নায়েবে আমির সহ মোট ৪ জনকে গ্রেফতার করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট সদর থানাধীন কুজিশহর এলাকার মৃত তাছির উদ্দিনের ছেলে জামায়াতে ইসলাম জয়পুরহাট জেলা শাখার আমির মোঃ ফজলুর রহমান সাঈদ, হানাইল গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জামায়াতে ইসলাম জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, কালাই থানাধীন আকন্দপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে জামায়াতে ইসলাম কালাই উপজেলার সাবেক নায়েবে আমীর নুরুজ্জামান সরকার ও কালাই উপজেলা পাড়ার মৃত মোবারক আলীর ছেলে জামায়াতে ইসলাম কালাই উপজেলা শাখার বর্তমান নায়েবে আমির মনসুর রহমান।

কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে গোপন বৈঠক করে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা ও প্রস্তুতি গ্রহণ করছিলেন এমন সংবাদের ভিত্তিতে ৪ জন জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest