দেওয়ানগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার জ্বালিয়ে দিলো এসিল্যান্ড l

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২১

দেওয়ানগঞ্জ অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার জ্বালিয়ে দিলো এসিল্যান্ড l

ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসি’র আওতাধীন চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী ব্রিজের পুর্ব পাশে জিঞ্জিরাম নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১টি ড্রেজার মেশিন ও অসংখ্য পাইপ জ্বালিয়ে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়। জানা যায়, আজ বুধবার ৩ নভেম্বর দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের ড্রেজার মেশিন ও পাইপ জ্বালিয়ে পুড়িয়ে গুড়িয়ে দেওয়া হয়।
জানা যায়, বেশি কিছু দিন যাবৎ চরআমখাওয়া ও ডাংধরা ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো কি কিছু বালু খেকো।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত বলেন, সরকারি সম্পদ রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত থাকবে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest