ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০
মোঃ লুৎফর রহমান হিলি (দিনাজপুর)প্রতিনিধিঃ সারাদেশ যখন হাড় কাপানো শীতে কাঁপছে তখন দিনাজপুরের হিলিতে রাত-ভোর উপজেলার বিভিন্ন এতিমখানায় শীতার্ত ছাত্রদের পাশে শীতবস্ত্র নিয়ে দাড়িয়েছেন ইউএনও আব্দুল রাফিউল আলম। কনকনে শীতকে উপেক্ষা করে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর রাত পর্যন্ত হিলির বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে মেঝেতে ঘুমান্ত অসহায় ছাত্রদের গরম কম্বল পড়িয়ে দিয়েছেন। নিজ উদ্যোগে হাকিমপুর প্রেসকাবের সভাপতি, সহকর্মী ও সহধর্মিনীকে সাথে করে কম্বল হাতে নিয়ে ছুটে বেড়িয়েছেন অসহায়দের দ্বারে দ্বারে। হাকিমপুর প্রেসকাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন বলেন,দামি পোশাক পড়েও যেখানে শীতের কাছে হার মানতে হচ্ছে সেখানে এতিমখানায় ঠান্ডা মেঝেতে কিভাবে অসহায় ছাত্ররা রাত পার করছে। এ তীব্র শীতে অসহায় শীতার্তদের কষ্ট অনুধাবন করে ছুটে যাচ্ছেন তাদের সাহায্য করতে।যা আসলেই গর্ব করার মত একটি বিষয়। হাকিমপুর উপজেলার নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম জানায়,একজন মানবিক মানুষ হিসেবে নিজ উদ্যোগে এই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। ২৮০ জন অসহায় ছাত্রদের মাঝে গরম কম্বল বিতরণ করেছি। এসময় তিনি সমাজের বিত্তবানদের এই সকল শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST