রাজগঞ্জে আবারো বেড়েছে হু হু করে এলপি গ্যাসের দাম

প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

রাজগঞ্জে আবারো বেড়েছে হু হু করে এলপি গ্যাসের দাম

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে আবারো বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম (এলপি) গ্যাস ও সিলিন্ডারের দাম। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর থেকে বাড়তি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে। জানা গেছে, ক্রেতাদের কাছ থেকে সিলিন্ডারপ্রতি গ্যাস ১৩০ টাকা বেশি নেওয়া হচ্ছে। ফলে সিলিন্ডার গ্যাস কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ গ্রাহকদের। শুক্রবার সকালে রাজগঞ্জ বাজারের সিলিন্ডার গ্যাস বিক্রেতা আলমগীর হোসেন এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, গ্যাস সিলিন্ডারপ্রতি ৯৩০ টাকা বিক্রি হচ্ছিলো, এখন সেই গ্যাস সিলিন্ডার দাম বেড়ে হয়েছে ১ হাজার ৬০ টাকা। এছাড়া রাজগঞ্জের বিভিন্ন গ্যাস কোম্পানির খুচরা বিক্রেতারা বলছেন, হঠাৎ সব কোম্পানির গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। একজন ক্রেতা জানান, বাড়তি দামে গ্যাস কিনে রান্না চালিয়ে যাওয়া তার জন্য কষ্টকর ব্যাপার। তাই তিনি আবারো কাঠের চুলায় রান্নার কাজ চালিয়ে যাবেন বলে মন্তব্য করেন। রাজগঞ্জ বাজারের এক খুচরা গ্যাস বিক্রেতা বলেন, সব কোম্পানিই গ্যাসের দাম বাড়িয়েছে। কোম্পানির বেঁধে দেওয়া দরেই গ্যাসের সিলিন্ডার বিক্রি করছি। এদিকে, বাড়তি দামে গ্যাস কিনতে হিমশিম খাচ্ছে সাধারণ ক্রেতারা। সাধারণ ক্রেতারা জানান, বাজারে সব পণ্যের দাম হু হু করে বাড়ছে। এতে চরম বিপদে আছি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest