ঝালকাঠিতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস’২১ উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২১

ঝালকাঠিতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস’২১ উদযাপনের লক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি॥ ঝালকাঠিতে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর সোমবার সকাল ১০.০০ টায় জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর বাবু তরুন কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মইনুল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহার, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আহসান কবীর, যুব উন্নয়ন ডিডি ফারিহা নিশাত, ফেমিলি প্লানিংয়ের ডিডি পিয়ারা েেবগম, জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান, ঝালকাঠি জেলা যুবলীগ আহ্বায়ক কাউন্সিলর রেজাউল করিম জাকির প্রমুখ।
সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী তাঁর বক্তব্যে বলেন, যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন করতে হবে। তিনি সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ করেন। তিনি ঝালকাঠি পুলিশ সুপারকে ঝালকাঠিতে বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপনের উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসুচী/ অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় নিরাপত্তা বিধানে ব্যবস্থা গ্রহনের জন্য অনুরোধ জানান। মহান বিজয় দিবস’২০২১ উপলক্ষ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্যে নির্বাহী প্রকৌশলী, ওজোপাডিকা লি:, ঝালকাঠি এং জেনারেল ম্যানেজার, পল্লী বিদ্যুৎ ঝালকাঠিকে এবং যেকোন অনাকঙ্খিত পরিস্থিতি মোকাবেলার জন্যে প্রস্তুত থাকতে উপসহকারী পরিচালক , ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ঝালকাঠিকে অনুরোধ করেন। বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতার বিষয়ে ব্যাপক প্রচার করার জন্যে জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলা তথ্য অফিসার এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, ঝালকাঠিকে অনুরোধ করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest