ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ কাউনিয়া থানা পুলিশের অভিজানে আটক

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০

ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ কাউনিয়া থানা পুলিশের অভিজানে আটক

আলোকিত সময় ডেক্সঃ বরিশাল নগরীর ৩ নং ওয়ার্ডের কাউনিয়া হাউজিং ও পুরানপাড়া থেকে ৫১৪ পিস ইয়াবা ও ১ লক্ষ ৬ হাজার টাকা সহ দুইজন মাদক কারবারিকে আটক করেন কাউনিয়া থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ কমিশনার (এসি)হালিমের নেতৃত্বে পুলিশের একটি
দল নগরীর ৩ নং ওয়ার্ডের কাউনিয়া হাউজিং এলাকা থেকে ইয়াবা বিক্রেতা দেলোয়ার ও পুরানপাড়া ছোট বটতলা থেকে মাদক বিক্রেতা মিজানকে ৫১৪ পিস মরনঘাতী ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১ লক্ষ ৬ হাজার নগদ টাকাসহ হাতে নাতে গ্রেফতার করেন।

আটককৃত দেলোয়ার কাউনিয়া হাউজিং এলাকার মৃত আবুল হাশেমের ও মিজান পুরানপাড়া ছোট বটতলার বাসিন্দা মৃত আব্দুর রশীদ হাওলাদারের সন্তান।
থানা সূত্র জানায় দেলোয়ার কিছুদিন আগেও ৭০ পিস ইয়াবা সহ কাউনিয়া থানা পুলিশের হাতে আটক হয়েছিল।

রাত ৯ টা থকে শুরু হওয়া মাদকবিরোধী অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এসি) হালিম,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আজিমুল করিম,সেকেন্ড অফিসার এস আই গোবিন্দ,এস আই জসিম,এস আই সৌম্ভ,এ এস আই সাইফুল,এ এস আই হালিম,এ এস আই কালাম সহ পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম জানান, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest