ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৩, ২০২০
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরোঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তরুন উদ্যোমী যুবকদের আয়োজনে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ট্যালেন্ট হান্ট ব্যাডমিন্টন ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। শুক্রবার রাতে কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট,উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ ও অফিসার ইনচার্জ (তদন্ত) মফিজুল ইসলাম খেলার উদ্বোধন করেন। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন রংপুর মুন্সিপাড়া বনাম কিশোরগঞ্জ ব্যাড বয়েজ দল। খেলা দেখার জন্য প্রায় দশ হাজারেরও বেশী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। খেলায় রংপুর মুন্সিপাড়া দল চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা ও রানার্স আপ কিশোরগঞ্জ ব্যাড বয়েজ দলকে ৫০ হাজার টাকা পুরুস্কার তুলে দেয়া হয়। খেলায় সার্বিক সহযোগীতা করেন নীলসাগর গ্রুপ। পরে রংপুর মুন্সিপাড়া ও রংপুর সিটি কর্পোরেশন ব্যাডমিন্টন দলের মধ্যে এক প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে খেলার সমাপ্তি ঘটে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST