ঢাকা ২২ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
দিনাজপুর থেকে সিদ্দিক হোসেন ॥ দিনাজপুরে তীব্র শীতে ইরি-বোরো চারা মরে যাচ্ছে। দিনাজপুর জেলায় ইরি-বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৮৭৯ হেক্টর জমিতে। দিনাজপুর সদর- ৫৭,৭৮৮ হেক্টর, বীরগঞ্জ- ১৪,৯৫৫ হেক্টর, কাহারোল- ৫,৭৫৮ হেক্টর, খানসামা- ৪৫৬৫ হেক্টর, চিরিরবন্দর-১৮৭০৪ হেক্টর, বোচাগঞ্জ- ৯২৫৫, বিরল-১৩,৩৬৪ হেক্টর, পার্বতীপুর- ২৪,৩৫০ হেক্টর, ফুলবাড়ী-১৪,৫৮৫ হেক্টর, নবাবগঞ্জ-১৮৮০ হেক্টর, বিরামপুর-১৬৪০ হেক্টর, হাকিমপুর- ৭৫০০ হেক্টর ও ঘোড়াঘাটে-৯৯৩৫ হেক্টর জমিতে ইরি-বোরো চাষবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জেলা কৃষিসম্প্রাসরণ অধিদপ্তর থেকে জানা গেছে। কয়েকজন কৃষি জানান, তীব্র শীতে রোপনকৃত ইরি-বোরো বীজ তোলা মরে যাওয়ার কারণে চাষাবাদ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST