ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২ আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২১
আবুল হোসেন রাজু,
উপকূলীয় প্রতিনিধি।
সাপ্তাহিক ছুটি শুক্রবার তার উপরে পর্যটন মৌসুম সবমিলিয়ে পর্যটকের উপচে পড়া ভীড় দেশের অন্যতম সমুদ্র সৈকত সাগরকন্যা কুয়াকাটায়।
শুক্রবার (১০ ডিসেম্বর) সৈকতে ঘুরে দেখা গেছে , নানা বয়সের মানুষ আনন্দ উল্লাসে মেতে ওঠে। সৈকতের নোনা জলে গোসল হই হুল্লোড় করে বেড়ান। পরিবার, পরিজন কিংবা প্রিয়জনকে সাথে নিয়ে, খানিকটা প্রশান্তির খোঁজে দেশের দূর-দূরান্ত থেকে আসা মানুষ মুক্ত বাতাস ও প্রকৃতি উপভোগ করেন।
বরিশাল থেকে ভ্রমনে আসা পর্যটক সোহেল হোসেন জানান, আজকে কুয়াকাটা আসলাম বেশ ভালো লাগছে, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ।
শুক্রবার অসংখ পর্যটকদের ঘটে, শনিবারও থাকবে ভীড় থাকবে বলে জানান ব্যবসায়ীরা।
নভেম্বর মাস থেকে পর্যটন মৌসুম শুরু হয়েছে। এসময় অনেক পর্যটকের থাকে। এছাড়া আগামী ১৬ই ডিসেম্বর বিজয় দিবস। বিজয় দিবস এবং তিনদিনের ছুটিকে সামনে রেখে অনেক পর্যটকের আগমন ঘটবে কুয়াকাটায়। ইতিমধ্যে বেশির ভাগ আবাসিক হোটেল মোটেল রিসোর্ট অগ্রিম বুকিং হয়ে গেছে বলে হোটেল মোটেল সুত্রে জানান।
ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন আনু জানান, আগামী ১৪ থেকে ২০ ডিসেম্বর ইতোমধ্যে ৯০ শতাংশ হোটেল-মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। এখন থেকে আগামী তিন-চার মাস কুয়াকাটায় পর্যটক থাকবে এমনটাই প্রত্যাশা তার।
সিকদার রিসোর্ট এন্ড ভিলাস এর জেনারেল ম্যানেজার আল আমিন খান উজ্জ্বল বলেন,১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত তাদের রিসোর্ট ও ওশান ভিউ কনভেনশন হোটেলের বেশিরভাগ রুম বুকিং হয়ে গেছে।
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন’র সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক বলেন, ডিসেম্বর মাসে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকে, আজকেও পর্যাপ্ত পর্যটকের আগমন কুয়াকাটায়। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের কয়েকটি টিম সার্বক্ষণিক নিয়োজিত আছে। আগামী ১৬ই ডিসেম্বরকে সামনে রেখে আরো জোরদার করা হবে নিরাপত্তা ব্যবস্থা। যাতে পর্যটকরা নির্বিঘ্নে ভ্রমণ করতে পারে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST