ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
কামরুজ্জামান বাঁধন,ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা সরকারী কর্মচারী ক্লাবের নব গঠিত কমিটির সদস্যদের শপথ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় কর্মচারী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান উপদেষ্টা মো.সরোয়ার হোসেন।কর্মচারী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা মো.হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মো.গোলাম ফারুকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রকৌশলী(এলজিইডি) শেখ আজিম উর-রশীদ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আবদুস সালাম ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম প্রমূখ। উল্লেখ্য,গত ১১ ডিসেম্বর (বুধবার) উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা ও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সর্ব সম্মতিক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য্যালয়ের অফিস সহকারী মোঃ মিরাজুল ইসলামকে সভাপতি,উপজেলা হিসাব রক্ষন অফিসের অডিটর মোঃ আলতাফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোঃ আঃ হালিম সিকদারকে সাধারন সম্পাদক নির্বাচিত করে ২৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST