ঢাকা ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০
গোলাম মাহামুদ শাওন, (বোরহানউদ্দিন) ভোলা প্রতিনিধিঃ কতিপয় অসাধু ব্যবসায়ী সাম্প্রতিক সময়ে বোরহানউদ্দিন উপজেলার পিয়াজের বাজার অস্থিতিশীল করে তুলছেন।অধিক মুনাফা অর্জনে জন্য নিজেদের ইচ্ছামত পিয়াজের মূল্য বৃদ্ধি করে সাধারণ মানুষের ভোগান্তি সৃষ্টি করছেন। শনিবার বিকাল ৪ টায় বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ বশির গাজী হানা দেন পিয়াজ বাজারে। নির্বাহী কর্মকর্তা জানান, ব্যবসায়ীদের কাছে পাঁকা ভাউচার দেখতে চাইলে তারা দেখাতে পারেননি। পরে জিজ্ঞেসাবাদে জানা যায়,১১৬ টাকা করে পিয়াজ কিনে তারা ১৬০ টাকা ধরে বিক্রিয় করছে।এ সময় নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতে অতিরিক্ত মূল্যে পিঁয়াজ বিক্রয় এর অপরাধে মেসার্স জনতা ট্রেডার্স এর লোকমান,আলম ট্রেডার্স এর রুবেল,ও মাকসুদ কে ৩৫ হাজার টাকা করে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেন। নির্বাহী কর্মকর্তা বশির গাজী জানান, এ অভিযান চলমান থাকবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST