সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২২

সড়ক দুর্ঘটনায় রাবি শিক্ষার্থীর মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন

রাবি প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার (২ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের এক মানববন্ধন থেকে এ দাবি জানিয়েছেন তারা।

কর্মসূচিতে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর এত অল্প বয়সে মৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যায় না। এটি তার পরিবার ও আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। আমাদের ছেলে কেবল লেখাপড়া শেষ করে বের হবে, দেশের উন্নয়নে কনট্রিবিউশন করবে, এটুকু আমাদের প্রত্যাশা। আমাদের বয়স শেষে আমরা চলে যাব, আমাদের জায়গায় তারা কাজ করবে। কিন্তু এমন অকাল মৃত্যুতে সেসব থেকে বঞ্চিত হচ্ছি আমরা।

কর্মসূচিতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, বর্তমানে সড়ক দূর্ঘটনা অনেক বেড়ে গেছে। প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় সড়ক দূর্ঘটনায় অনেক মানুষ মারা যাচ্ছে। তবে এই দূর্ঘটনা কেনো ঘটছে? এক ড্রাইভার রাতে গাড়ি চালিয়ে আসলে আবার সে সকাল বেলা গাড়ি নিয়ে চলে যাচ্ছে। তার কোন বিশ্রাম নেই। ড্রইভার মাদক গ্রহণ করছে। গাড়ির ফিটনেস নেই। এক গাড়ি আসলে কোন প্রকার মেরামত ছাড়া আবার তাকে ঢাকার দিকে পাঠিয়ে দেয়া হচ্ছে। এ ধরণের বহু ঘটনা প্রতিদিন ঘটে যাচ্ছে। আমরা এ সকল কিছুর অবসান চাই। আমরা চাই না এ দেশের কোন মানুষের জীবন এভাবে ফেরার পথে চলে যাক।

হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী বেলাল হোসাইনের সঞ্চালনায় আরো বক্তব্য দেন অধ্যাপক হুময়ুন কবির, তারেক নূর প্রমুখ।

এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জের গোজা ব্রীজ এলাকার সড়ক দূর্ঘটনায় সোহাগ মিয়া নামের একজন শিক্ষার্থীর মৃত্যু হয়৷ তিনি বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের মাস্টার্সের (২০১৫-১৬ সেশনের) শিক্ষার্থী ছিলেন।


মুজিব বর্ষ

Pin It on Pinterest