গণপরিবহনে অর্ধেক যাত্রী, দোকান খোলার সময় কমানোর প্রস্তাব

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২২

গণপরিবহনে অর্ধেক যাত্রী, দোকান খোলার সময় কমানোর প্রস্তাব

অনলাইন ডেস্ক: দেশে ক্রমেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গণপরিবহনে যাত্রীর সংখ্যা অর্ধেক করে নেওয়ার প্রস্তাব করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, গণপরিবহনে মাস্ক ছাড়া চলাচল করা যাবে না, চললে জরিমানা দিতে হবে। একই সঙ্গে রেস্টুরেন্টে মাস্ক পরে যেতে হবে।

তিনি আরো বলেন, দোকান খোলার সময়সীমা কমিয়ে আনার কথা বলা হয়েছে। রাত ১০টার পরিবর্তে ৮টা করার কথা বলা হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে প্রস্তুতির জন্য আগামী সাত দিনের সময় দেওয়া হবে।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেভাবে করোনা রোগী বাড়ছে এটা আশঙ্কাজনক। এ নিয়ে কেবিনেটের সঙ্গে আলোচনা হয়েছে। বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তবে এগুলো এখনো ফাইনাল না বলেও জানান তিনি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest