বরিশাল মেহেন্দিগঞ্জে পরিত্যক্ত ভবনে বসে মাদকের আসর

প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২০

বরিশাল মেহেন্দিগঞ্জে পরিত্যক্ত ভবনে বসে মাদকের আসর

আলোকিত সময় ডেস্ক : বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা চত্বরের কয়েকটি পরিত্যক্ত ভবনে প্রতিনিয়ত বসে মাদকের আসর, প্রশাসনের ভূমিকা জনমনে প্রশ্নবিদ্ধ। অনুসন্ধানে জানা গেছে, আশির দশকে নির্মিত উপজেলা চত্বরের কয়েকটি ভবনে কোন কার্যক্রম না চলার কারণে জরাজীর্ন অবস্থায় পরিত্যক্ত হয়ে পরে থাকায় মাদক ও নারীর আসর সহ বিভিন্ন অপকর্ম চলছে এসব পরিত্যক্ত ভবনে। দীর্ঘ বছর যাবত এসব ভবনে জনযোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দিনে-রাতে বিভিন্ন সময়ে এসব ভবনে মাদকাশক্তদের আনা গোনা দেখা গেছে।শনিবার বেলা ২টার সময় উপজেলা চত্বরের একটি পরিত্যক্ত ভবনে মাদকের আসর বসেছে এমন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে পৌছলে মাদকাশক্তরা টের পেয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেণ। এসব জরাজীর্ন ভবন এখন মাদকাশক্তদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। সরকারি ছুটির দিনে উপজেলা চত্বর ফাঁকা পেয়ে সকল মাদকাশক্তদের আনাগোনা থাকে এসব পরিত্যক্ত ভবনের আশপাশে। এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আবিদুর রহমান গণমাধ্যমকে জানান, উপজেলা পরিত্যক্ত ভবন প্রশাসনের নজরে রয়েছে। মাদকসহ অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবেনা।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest