শীতার্তদের পাশে হাবিপ্রবির স্কিল ডেভেলপমেন্ট ক্লাব

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২২

শীতার্তদের পাশে হাবিপ্রবির স্কিল ডেভেলপমেন্ট ক্লাব

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে এমন একটি সংগঠন Skill Development Club Of HSTU(SDCH)

স্কিল ডেভেলপমেন্ট এর পাশাপাশি নানা সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ করে সংগঠনটি তার অংশ হিসেবে কমিউনিটি ডেভেলপমেন্ট এর আওতায় ১৪ জানুয়ারি রোজ শুক্রবার দিনাজপুরের প্রত্যন্ত এক গ্রামে গিয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি রাজীব শুভ্র দত্ত রাজ সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল্লাহ আল মেরাজ সহ অনেকেই।
শীতবস্ত্র বিতরণে হাবিপ্রবির বিভিন্ন অনুষদের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা সহোযোগিতা করে বলে জানা যায়।
এ বিষয়ে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মেরাজ বলেন, অসহায় ও দুঃস্থরা শীতকালে মানবেতর জীবনযাপন করে তাদের পাশে দাড়াতে কমিউনিটি ডেভেলপমেন্ট এর আওতায় আমাদের এই আয়োজন যাতে বিভিন্ন শিক্ষক ও সাধারণ শিক্ষার্থী সহোযোগিতা করেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest