ঢাকা ৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৯ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০
মোহাম্মদ মাহমুদুল হাসান, আলোকিত সময় আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করায় মধ্যপ্রাচ্যে প্রচণ্ড চাপে আছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে হামলার ভয়েও আছে তারা। বিশেষ করে বাগদাদে যে কোনো সময় হামলার মুখে পড়তে পারে মার্কিন বাহিনী। পশ্চিমা বিশ্লেষকদের বরাত দিয়ে ইরানি সংবাদমাধ্যম প্রেসটিভি জানায়, সোলাইমানি হত্যার পর নিশ্চিতভাবেই ইরাক ছাড়তে হবে যুক্তরাষ্ট্রের। তারা আর কোনো যুক্তিতেই বাগদাদে থাকতে পারবে না। এমনকি মার্কিন বাহিনী ইরাকে থাকতে চাইলেও ইরান সেই সুযোগ দেবে না তাদের। মার্কিন সংবাদমাধ্যম এপি জানায়, ইরাকে বর্তমানে প্রায় ৫ হাজার ২০০ মার্কিন সেনা রয়েছে। সোলাইমানি হত্যার পর তারা কেউ-ই সেখানে থাকতে পারবে না। ইতোমধ্যে ইরাক সরকারের ওপর এটি নিয়ে চাপ শুরু হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST