ঢাকা ৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
চট্টগ্রামে সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন নির্বাচনে সতন্ত্র প্রার্থী সেলিম চৌধুরীর ওপর হামলার অভিযোগ উঠেছে।সোমবার (৭ ফেব্রুয়ারি) ভোট শুরুর পর সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়নের ৭ নম্বর হাতিরপুল কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সেলিম চৌধুরীর চাচা নবাব চৌধুরী বলেন, আজ সোমবার সকালে ৭ নম্বর ও ৮ নম্বর কেন্দ্রে নৌকার প্রার্থী জসীম নিজে এ হামলা করেছেন। আনারস প্রতীকের সেলিমকে মেরে গুরুতর আহত করা হয়েছে। তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল জলীল বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। তবে একটু ঝামেলা হয়েছে শুনেছি। তবে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে ওই এলাকায়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST