ঢাকা ১২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০২২
সাতকানিয়ার উত্তর কাঞ্চনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দুই দফা বন্ধ ঘোষণা করেছেন প্রিসাইডিং কর্মকর্তা। দুই পক্ষের সমর্থকদের মধ্যে দফায় দফায় গুলি বিনিময়ের ঘটনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রথমে একবার ভোটগ্রহণ বন্ধ করা হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চলে গেলে আবারও গুলি বিনিময় হয়৷ এরপর ভোটগ্রহণ পুনরায় স্থগিত করা হয়েছে। পুলিশের তালিকায় এ কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আল আমিন বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। পরে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।
প্রিসাইডিং অফিসার তামজিদুল হক বলেন, ঝামেলার কারণে ভোটগ্রহণ স্থগিত রাখা হয়েছে। দুইপক্ষের গুলি বিনিময়ে কেন্দ্রটিতে এখন ভোটার নেই। দুইদফা ঝামেলার কারণে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST