ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২২
আবু রায়হান, জয়পুরহাটঃ
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলাধীন আওয়ামী সেচ্ছাসেবক লীগ তুলশীগঙ্গা ইউনিয়ন শাখার বর্ধিতসভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে আওয়ামী সেচ্ছাসেবক লীগ তুলশীগঙ্গা ইউনিয়ন শাখার আয়োজনে উক্ত বর্ধিতসভায় তুলশীগঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক
বজলুল রহমান, তুলশী গঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি খুরশিদ আলম বেলাল, ক্ষেতলাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সরদার।
উক্ত বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি গোলাম মোরশেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে এরই মধ্যে তিনি বিশ্বে প্রশংসিত হয়েছেন।
সেচ্ছাসেবক লীগের কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষে এসময় তিনি স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার পাশাপাশি কেন্দ্রীয় সংসদ ঘোষিত সকল কর্মসূচী সততা ও নিষ্ঠার সাথে পালনের নির্দেশ দেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST