নবাবগঞ্জে শীতজনিত রোগে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

নবাবগঞ্জে শীতজনিত রোগে শিশুর মৃত্যু
মোঃ হাসিম উদ্দিন, আঞ্চলিক প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে শীত জনিতরোগে আক্রান্ত হয়ে আল মাহিদ হাসান(৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোঃবাবু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার ভোর রাত ৩ টার দিকে নবাবগঞ্জ উপজেলার পদুমহার গ্রামে এই ঘটনা ঘটে। শিশু আল মাহিদ (৪) পদুমহার গ্রামের জুয়েল রহমানের ছোট ছেলে। ওই শিশুর বাবা জুয়েল হোসেন বলেন, রবিবার (৫ জানুয়ারী) সকাল থেকে রাত ১০টা পর্যন্ত আল- মাহিদের হালকা পাতলা পায়খানা ও বমি হয়। রাত ১০ টার পর থেকে শীতের তীব্রতা বৃদ্বি পাওয়ার কারনে মাহিদের অসুস্থতা আরও বেড়ে যাওয়ায় স্থানীয় এক ডাক্তারের কাছে শরণাপন্ন হন। স্থানীয় ওই ডাক্তারের পরামর্শে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest