সফল ভাবে শেষ হলো নারী উদ্যোক্তা মেলা-২০২২

প্রকাশিত: ৭:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২২

সফল ভাবে শেষ হলো নারী উদ্যোক্তা মেলা-২০২২

মাসুদ রানাঃ প্রতি বছরের ন্যায় এই বছরও রাজধানী রামপুরা বনশ্রীর মমতাজ আইডিয়াল স্কুল মাঠ প্রাঙ্গনে জমকালো আয়োজনে গত ১০ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি-২০২২ পযর্ন্ত তিনদিন ব্যাপি স্বল্প পরিসরে “আমরা নারী আমরা উদ্যোক্তা”সংগঠনটি ব্যানারে স্বল্প আয়োজনে নারী উদ্যোক্তা মেলা-২০২২ অনুষ্ঠিত হয়।উক্ত মেলা প্রাঙ্গনে দেশী বিদেশী তাঁতের শাড়ি,রেশমি চুড়ি,টাঙ্গাইলে শাড়ির স্টল সহ মোট ৩০ টির ও অধিক স্টল বসানো হয়েছে।
উক্ত নারী উদ্যোক্তা মেলায় প্রধান অতিথির হয়ে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন,নাগরিক ঢাকার সভাপতি,এম নাঈম হোসাইন,মেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ড.আলমাসুর রহমান,মাইন্ড জিম কাউন্সিলর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি”আমরা নারী আমরা উদ্যোক্তা”সংগঠনটির সভাপতি,রহিমা আক্তার সুইটি।
ডালিম মাসুদ,ডেইজি ডালিম ও নারী উদ্যোক্তা বাংলাদেশের সকল সদস্যবৃন্দ প্রমূখ সহ নাম নাজানা আরো অনেক গৌন্য মান্য ব্যক্তিবর্গ।মেলা প্রঙ্গন ঘুরে রহিমা আক্তার সুইটি বলেন,মহামারি করোনার কারনে আমরা স্বল্প পরিসরে স্বল্প আয়োজন করেছি ।আগামীতে বড় কোনো জায়গা নিয়ে আমরা খোলা জায়গায় মেলার আয়োজন করবো,সংগঠনটির সকল সদস্যেদের একান্ত সার্বিক সহযোগিতা নিয়ে সকলে আমার জন্য দোয়া করবেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest