ঢাকা ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০
মোঃ হাসিম উদ্দিন আঞ্চলিক প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ট্রাক্টরের চাপায় শ্যালো চালিত পাওয়ারট্রিলারের চালকের সহকারী মনিরুজ্জামান মুন্না(২৫) নামক যুবক নিহত হয়েছে। গত রবিবার রাত সাড়ে ৮টায় নবাবগঞ্জ-বিরামপুর সড়কের গরীবপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। সে উপজেলার ভোটারপাড়া গ্রামের মৃত আবু বক্করের ছেলে। থানা ও নিহতের পরিবার সুত্রে জানা গেছে যে, রবিবার রাতে নিহত মনিরুজ্জমান গাছের গুড়ি বহনকারী শ্যালো চালিত পাওয়াট্রিলারের ট্রলিতে বসে বিরামপুর থেকে নবাবগঞ্জে আসার পথে উপজেলার গরিবপাড়া নামক স্থানে পৌছিলে মনিরুজ্জমান পাওয়াট্রিলার থেকে রাস্তায় পড়ে যায়। এ সময় একই দিক থেকে আসা একটি ট্রাক্টর তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে, স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষণা করেন। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST