মার্কিন সেনা ঘাঁটিতে ভ’য়া’বহ হা’মলা শুরু হয়ে গেছে প্রতিশোধ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২০

মার্কিন সেনা ঘাঁটিতে ভ’য়া’বহ হা’মলা শুরু হয়ে গেছে প্রতিশোধ

আলোকিত সময় ডেস্কঃ কেনিয়ার লামু কাউন্টিতে মার্কিন সেনা ঘাঁটিতে হা’ম’লা চালিয়েছে আল শা’বাব জ’ঙ্গিরা। যুক্তরাষ্ট্র ও কেনিয়ার যৌথ সেনা এই ঘাঁটিতে থাকে।শেষ খবর পাওয়া পর্যন্ত জ’ঙ্গি ও যৌথ সেনাবা’হিনীর মধ্যে গো’লা’গু’লি চলছিল। তবে কতজন হতাহত হয়েছেন, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও খবর জানা যায়নি। লামু কাউন্টির কমিশনার ইরুঙ্গু মাচিয়ারা হা’ম’লার কথা স্বীকার করেছেন। সংবাদ সংস্থা এএফপি-কে ইরু’ঙ্গু মাচিয়ারা বলেছেন, একটি হা’ম’লার ঘটনা ঘটেছে। তবে জ’ঙ্গি’দের জবাব দেওয়া হচ্ছে।এদিকে, জ’ঙ্গি গো’ষ্ঠী আল শাবাবের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, মুজা’হিদিন যো’দ্ধারা শ’ত্রু’পক্ষের ঘাঁটিতে প্রবেশ করেছে এবং সফলভাবে সেনা ঘাঁটিতে হা’ম’লা চালিয়েছে। ওই সেনা ঘাঁটির একটি অংশ তারা দখল করে রেখেছে। যুক্তরাষ্ট্র এবং কেনিয়ার সেনারা অনেকে হ’তা’হত হয়েছেন বলেও দাবি করেছে আল শাবাব। সূত্র: নিউ ইয়র্ক টাইমস


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest