বরিশাল মোটরসাইকেল ধাক্কায় একজন নিহত দুইজন আহত

প্রকাশিত: ১২:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

বরিশাল মোটরসাইকেল ধাক্কায় একজন  নিহত দুইজন আহত

মোঃ শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃবরিশাল-ঢকিা মহাসড়কে মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে বীর মুক্তিযোদ্ধা সোমেদ আলী সরদার (৭০) নিহত হয়েছে। এতে ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার (৬ জানুয়ারী) রাত পৌনে ৭ টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের রামপট্রি নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ওসি ও বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ইনচার্জ এসআই নাজমুল। পুলিশ স্থানীয় সংবাদকর্মী সূত্রে জানা গেছে, রাত পৌনে ৭ টার দিকে বাবুগঞ্জের রামপট্রি এলাকার স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সোমেদ আলী সরদার (৭০) রাস্তা পার হবার সময় বিপরিত দিক থেকে আসা মটরসাইকেলের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে সোমেদ আলী সরদারের মৃত্যু ঘটে। এসময় মটর সাইকেল আরোহী রাফি (২৫) গুরুতর আহত অবস্থায় স্থানীয় ও পুলিশ তাদের উদ্ধার করে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত এসআই নাজমুল জনান, আহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে । অপর আহত ব্যাক্তির নাম পরিচয় জানা যায়নি। দুজনের অবস্থা গুরুত্বর বলে জানান। অন্যদিকে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদ বীন আলম বলেন, নিহত মুক্তিযোদ্ধা সোমেদ আলীর লাশ উদ্ধার করে শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest