ঢাকা ১১ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি।। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্ম শত বার্ষিকী উপলক্ষ্যে ভোলায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল লীগ। সোমবার (৬ জানুয়ারি) জেলা পরিষদের এর আয়োজনে দুপুরে গজনবী স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় শাখার উপ-পরিচালক মাহমুদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেন,পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ফুটবলীগের সদস্য সচিব নজরুল ইসলাম গোলদার, ভোলা জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ সাফিয়া খাতুন, চরফ্যাশন পৌর মেয়র বাদল কৃষ্ণ দেবনাথ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, লীগের আবহায়ক হামিদুল হক বাহালুল মোল্লা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম। উদ্বোধনী দিনে শিশির মেমোরিয়াল ক্লাব ও শতদল বিকাশ ক্লাব প্রতিদ্বনিদ্বতা করে। এতে ২-০ গোলের ব্যাবধানে শিশির মেমোরিয়াল ক্লাব জয়লাভ করে। এ টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহন করে। মঙ্গলবার বিকালে টুটুল স্মৃতি সংঘ বনাম চরফ্যাশন উপজেলা একাদশ মুখোমুখি হবে। প্রথমদিনে বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST