ঢাকা ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০
আপেল মাহমুদ(শাওন) ভোলা প্রতিনিধি ॥ দৌলতখানে শীতের তীব্রতা দিনদিন বেড়েই চলছে। সেই সাথে কনকনে শীতের আবহে জনমানুষের দুর্ভোগও বাড়ছে। সন্ধ্যা নামতে না নামতেই কুয়াশায় ঢেকে যায় চারদিক। প্রচন্ড শীত ও কুয়াশায় এ অঞ্চলের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের দৈনন্দিন চলাফেরা অত্যন্ত কষ্টসাধ্য হয়ে ওঠেছে। এ রকম পরিস্থিতিতে দৌলতখান উপজেলার শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে এক ঝাঁক উজ্জীবিত তরুণদের সংগঠন “দৌলতখান বন্ধুসভা”। “আমরাও ভালোভাবে বাঁচতে চাই, আমরাও এই কনকনে শীতে শান্তিতে ঘুমাতে চাই”এই শ্øেগানকে সামনে রেখে দৌলতখানের সুপরিচিত সামাজিক সংগঠন “দৌলতখান বন্ধুসভার”পক্ষ থেকে হতদরিদ্র ও দুস্থ্য শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৬ জানুয়ারি ) দৌলতখান উপজেলা অডিটোরিয়ামের নিচে অর্ধশতাধিক শীতার্ত মানুষকে কম্বল বিতরণ করেন । তবে বন্ধুসভার সদস্যরা জানিয়েছে তারা সবাই শিক্ষার্থী,এমন উদ্যেগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীরা । এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর আলম খান,উপজেলা নির্বাহী কর্মকর্তা জিতেন্দ্র কুমার নাথ , পৌর কাউন্সিলার ফয়েজ উল্লাহ ফয়েজ, পৌর ছাত্র লীগের ধর্মবিষয়ক স¤পাদক আজগর হোসেন, শীত বস্ত্র বিতরণ শেষে সমাজের অন্যান্য সকল সামাজিক সংগঠন এবং বিত্তবানদের কে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত্ব আহবান জানানো হয়।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST