কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজ চলছে দ্রুত গতিতে ।

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২০

কলাপাড়ায় সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাজ চলছে দ্রুত গতিতে ।

মো.ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর শেষ ভাগের নির্মান কাজ এগিয়ে চলছে দ্রুত গতিতে। সবকিছু ঠিক থাকলে ২০২০ সালের ডিসেম্বর মাসে সেতুটি চলাচল উপযোগী হবে। বালিয়াতলী পয়েন্টের আন্ধারমানিক নদীর উপর নির্মিত এই সেতুটির নির্মান কাজ শেষ হলে বিকল্প পথ হিসাবে ৫ টি ইউনিয়নের একলক্ষাধীক মানুষের জেলা ও উপজেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো সহজ হবে। সহজ হবে সড়ক পথে পায়রা বন্দরের পন্য খালাস । সেতুটি সম্পন্ন করতে ব্যায় হবে ৯০ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে থেকে জানাযায়, কলাপাড়া উপজেলার অন্ধারমানিক নদীর বলিয়াতলী পয়েন্টে শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় নব্বই কোটি টাকা ব্যয় নির্ধারন করে ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর সেতুটির নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তর। ১৩টি স্প্যানের উপর ৬৭৭ মিটার দৈর্ঘ্যের এ সেতুর কাজ প্রায় দ্রুত গতিতে চলছে। বানাতি বাজারের ব্যবসায়ী আবু সাঈদ জানান, উপজেলা শহর থেকে মালামাল নিয়ে খেয়াঘাটে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় । সেতুটি চালু হলে আমাদের ভোগান্তি শেষ হবে। বালিয়াতলী ইউনিয়ন চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুটির নির্মান কাজ শেষ হলে ৫ টি ইউনিয়নের মানুষ অতি সহজেই উপজেলা সদরে যাতায়াত করতে পারবে। কন্সট্রাকশন ম্যানেজার ইন্দ্রজিৎ পাল জানান, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সেতুটির নির্মান কাজ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর । বিভিন্ন সমস্যার কারনে সেতুটির নির্মান কাজ সম্পন্ন করতে দেরি হচ্ছে। কলাপাড়া উপজেলা প্রকৌশলী আবদুল মান্নান জানান, সেতুটির নির্মান কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর কিন্ত ডিজাইন চেঞ্জ ও প্রতিকূল আবহাওয়ার কারনে যথাসময়ে নির্মান কাজ সম্পন্ন করা যায়নি। তবে ২০২০ সালের ডিসেম্বর মাসের মধ্যে সেতুটির নির্মান কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest