শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা

প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, এপ্রিল ২৪, ২০২২

শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা

অনলাইন ডেস্ক :শ্রীলঙ্কা ক্রিকেট দল খেলতে আসছে বাংলাদেশে। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য আজ ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরির কারণে স্কোয়াডে জায়গা হয়নি দুর্দান্ত ফর্মে থাকা পেসার তাসকিন আহমেদের।

এদিকে, স্কোয়াডে রাখা হয়নি আবু জায়েদ রাহী ও সাদমান ইসলামকে।


তাসকিনের পরিবর্তে দলে ডাকা হয়েছে রেজাউর রহমানকে।

আগামী ৮ মে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে শ্রীলঙ্কা। পরে ১০ ও ১১ মে বিকেএসপিতে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। মূল সিরিজের খেলা শুরু হবে ১৫ মে। প্রথম ম্যাচ হবে চট্টগ্রামে। মিরপুরে দ্বিতীয় ম্যাচ হবে ২২ মে থেকে।

একনজরে বাংলাদেশের স্কোয়াড :

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান রেজা, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিটনেস সাপেক্ষে)।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest