সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশু নিহত

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মে ১৯, ২০২২

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ শিশু নিহত

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ক্ষেত থেকে বাদাম তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের সুন্দরপাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো- সুন্দর পাহাড়ি গ্রামের কৃষক আব্দুল হালিমের মেয়ে তাওহিদা বেগম (১১), ফজর আলীর মেয়ে রিপা বেগম ও আবুল আজিজের ছেলে আমিরুল (১১)। এসময় আহত হয়েছেন ৮ জন। আহতদের তাহিরপুর ও সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত প্রত্যেকের পরিবারকে তাৎক্ষণিক ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার রায়হান কবির জানান, বজ্রপাতে হতাহতদের ব্যাপারে প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest