বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

বরগুনায় স্ত্রীকে কুপিয়ে হত্যা
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার বামনা উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে এক পাষণ্ড স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিন কাকচিড়া এলাকায়। নিহতর পরিবার সুত্রে জানা যায়, গুদিঘাটা এলাকার রত্তন হাওলাদারের ছেলে আবু সালেহ (২৫)এর সাথে হারুন জোমাদ্দারের মেয়ে জাকিয়ার দুই বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর জাকিয়া তার বাবার বাড়িতে থেকে অনার্স প্রথম বর্ষে লেখা পড়া করছিল। আজ বুধবার বিকাল সাড়ে চারটার দিকে আবু সালেহ তার স্ত্রী জাকিয়াকে জোর করে নিজ বাড়িতে নিয়ে যেতে চায়,এসময় স্ত্রী যেতে না চাইলে ক্ষিপ্ত হয়ে স্বামী আবু সালেহ তার সাথে থাকা দা দিয়ে এলোপাতাড়ি কয়েকটি কোপ দেয়,সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ে জাকিয়া। বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সংবাদ শুনেই ঘটনা স্থানে গিয়ে অভিযান চালিয়ে ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। #

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest