করোনা, মাংকিপক্স ও যুদ্ধে বড় চ্যালেঞ্জের মুখে বিশ্ব: ডাব্লিউএইচও

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, মে ২৩, ২০২২

করোনা, মাংকিপক্স ও যুদ্ধে বড় চ্যালেঞ্জের মুখে বিশ্ব: ডাব্লিউএইচও

অনলাইন ডেস্ক:বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডাব্লিউএইচও) মহাসচিব টেডরস অ্যাধহানম ঘেবরেয়াসাস সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাস, ইউক্রেনে যুদ্ধ এবং মাংকিপক্স নিয়ে ব্যাপক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে বিশ্ব।

আফ্রিকার বাইরে ১৫টি দেশে মাংকিপক্সের প্রাদুর্ভাব নিয়ে জেনেভায় আলোচনা করছিলেন জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা। সেখানেই ডাব্লিউএইচও প্রধান এ কথা বলেন।

বিবিসি জানিয়েছে, ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইসরায়েলে ৮০ জনের বেশি মাংকিপক্সে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।


যদিও বৃহত্তর জনসাধারণের জন্য মাংকিপক্সে ঝুঁকি কম বলা হচ্ছে।

মাংকিপক্স ভাইরাসে আক্রান্ত ব্যক্তি মধ্য ও পশ্চিম আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলে বেশি দেখা যায়। তবে এটি মানুষের মধ্যে সহজে ছড়িয়ে পড়ার প্রবণতা নেই। মাংকিপক্সে আক্রান্ত হলে অসুস্থতা সাধারণত হালকা হয়।

যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সংস্থার মতে, মাংকিপক্সে আক্রান্ত বেশিরভাগ মানুষই কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন।
সূত্র: বিবিসি।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest