ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২১ অপরাহ্ণ, মে ২৫, ২০২২
মোঃইলিয়াছ তজুমদ্দিন প্রতিনিধি
বরিশাল লঞ্চঘাট এলাকায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ০৩ জন ভিক্ষুককে পুনর্বাসন ও তাদের বিকল্প কর্মসংস্থান নিশ্চিতের লক্ষ্যে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে পুলিশ সদস্য জীবন মাহমুদ এসব উপকরণ বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম এর মানবিক পুলিশ সদস্য শওকত হোসেন পি পি এম।
উপকারভোগীরা জানান, নিজ নিজ চাহিদা ও দক্ষতা অনুসারে স্বাবলম্বী হয়ে গড়ে উঠার জন্য তারা চা, পান ও পানির দোকানের মালামাল সহ বিভিন্ন সরঞ্জাম পেয়েছেন।
কর্মসংস্থানের প্রয়োজনীয় উপকরণ পেয়ে উপকারভোগীগণ প্রত্যেকে অশ্রুসজল কৃতজ্ঞতার চোঁখে ,কেউ কেউ জীবন মাহমুদের দুহাত চেপে ধরে কেঁদে ফেলেন। তারা সবাই অঙ্গীকার করেন আর কখনো ভিক্ষাবৃত্তি করবেন না।
পুলিশ সদস্য জীবন মাহমুদ বলেন, এখন পর্যন্ত অর্ধশত পরিবার কে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। বরিশাল লঞ্চ ঘাটে থাকা অসহায়দের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য তিনি এমন উদ্যোগ অব্যাহত রাখবেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST