মোঃ নুরনবী ইসলাম, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ৩০টি দেশে স্বাস্থ্য নিয়ে কাজ করা রেড এইড ইন্টারন্যাশনালের প্রতিনিধি দল। আজ ৮ জানুয়ারী বুধবার সকাল ১১টায় রেড এইড ইন্টারন্যাশনালের প্রতিনিধি আমেরিকান অধিবাসী রেডিওলজিস্ট ডা. মিশেল ডোরসি, এনেস্থেসিস্ট টনি ডোরসি ও রেডিওলজিস্ট ডা.এম এন হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে। এসময় তাঁরা হাসপাতালের জরুরী বিভাগ, এনসি/পিনসি কর্ণার, ওটি রুম, লেবার রুম, প্যাথলজি রুম, পুরুষ ওয়ার্ড মহিলা ও প্রসূতি ওয়ার্ড, অটিজম কর্ণার, প্রবীণ ও মুক্তিযোদ্ধা কর্ণার, মাদকসাক্ত কর্ণার, ইনসাইনেটর, ফুলের বাগান পরিদর্শন করে নরমাল ডেলিভারির মা ও শিশুকে উপহার সামগ্রী প্রদান করেন। পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা.নজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজিস্ট ডা.জিয়াউল হক, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. আবু রেজা মোঃ মাহমুদুল হক, আরএমও ডা.শামসুদ্দোহা মুকুল, মেডিকেল অফিসার ডা.নারায়ণ চন্দ্র রায় জয়সহ সিনিয়র স্টাফ নার্স, মিডওয়াইফ ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।