সৈয়দপুরে পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৩ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০

সৈয়দপুরে পৌরসভার নিজস্ব তহবিল থেকে ৩ হাজার শীতার্তের মাঝে কম্বল বিতরণ

খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো.. নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে দুস্থ্য অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল ৩ হাজার নারী-পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারী বুধবার সকালে প্রথম শ্রেনীর পৌরসভার নিজস্ব তহবিল থেকে পৌর পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। এসময় পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকারের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আইয়ুব আলী, হিসাব রক্ষক আবু তাহের, কাউন্সিলর আবিদ হাসান লাড্ডা, শেখ মোহন, জোসনা বেগম সহ কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ। বিগত প্রায় ১ মাসের শীতে যখন পৌরবাসী প্রচন্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে তখন বরাবরের মতই পৌর পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় গরম কাপড়, কম্বল দিয়ে তাদের শীত নিবারণের ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest