ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০
খাদেমুল মোরসালিন শাকীর,রংপুর ব্যুরো.. নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার উদ্যোগে দুস্থ্য অসহায় হতদরিদ্র ও ছিন্নমূল ৩ হাজার নারী-পুরুষ ও শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ৮ জানুয়ারী বুধবার সকালে প্রথম শ্রেনীর পৌরসভার নিজস্ব তহবিল থেকে পৌর পরিষদ চত্বরে এসব বিতরণ করা হয়। এসময় পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকারের পক্ষে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ জিয়াউল হক জিয়া, প্যানেল মেয়র-২ শাহিন আকতার শাহিন, নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব আইয়ুব আলী, হিসাব রক্ষক আবু তাহের, কাউন্সিলর আবিদ হাসান লাড্ডা, শেখ মোহন, জোসনা বেগম সহ কাউন্সিলর ও পৌর কর্মকর্তা-কর্মচারীগণ। বিগত প্রায় ১ মাসের শীতে যখন পৌরবাসী প্রচন্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে তখন বরাবরের মতই পৌর পরিষদ তাদের পাশে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় গরম কাপড়, কম্বল দিয়ে তাদের শীত নিবারণের ক্ষেত্রে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST