কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধি\ ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে মির্জাগঞ্জ উপজেলায় ক্ষতিগ্রস্থ ৪৮টি পরিবার ও ২টি প্রতিষ্ঠানের মাঝে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে প্রাপ্ত ঢেউটিন ও চেক বিতরন করা হয়েছে। বৃহঃস্পতিবার বেলা ১১টায় মির্জাগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠে উপজেলা পরিষদ চেয়ারম্যান খাঁন মোঃ আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মো.সরোয়ার হোসেন ক্ষতিগ্রস্থ পরিবার ও প্রতিষ্ঠান প্রধানদের হাতে ঢেউ টিন ও নগদ অর্থ তুলে দেন। এ সময় উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ জহিরুল ইসলাম জুয়েল,দেউলী ইউপি চেয়ারম্যান মো.আজিজ হাওলাদার,মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ রফিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। ক্ষতিগ্রস্থ ৪৮টি পরিবারের সদস্য ও ২টি প্রতিষ্ঠানে ১ বান্ডেল করে ৫০ বান্ডেল ঢেউটিন ও ৩হাজার করে মোট ১লক্ষ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।##