কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২০

কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

মো. ওমর ফারুক, কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে আগামি ১১ জানুয়ারি ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানমালা উপলক্ষে উপজেলা প্রশাসন প্রেস ব্রিফিং করেছে। উপজেলা পরিষদের মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান সাংবাদিকদের জানান, আগামি শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে সর্বস্তরের মানুষের অংশগ্রহনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনা চত্বরে গিয়ে শেষ হবে। বেলা ১১টায় শহীদ শেখ কামাল কমপ্লেক্স অডিটোরিয়াম চত্বরে বঙ্গবুন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী এবং বঙ্গবন্ধুর উন্নয়ন দর্শণ শীর্ষক আলোচনা সভা। বিকাল তিনটায় শিশু কিশোরদের অংশগ্রহনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠিত হবে। রাতে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচার করা হবে এবং সবশেষে বর্ণিল আতশবাজি প্রদর্শণ করা হবে। প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) অনুপ দাস। এসময় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest