জয়পুরহাটে লাইনচ্যুত হবার সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২২

জয়পুরহাটে লাইনচ্যুত হবার সাড়ে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

আবু রায়হান, জয়পুরহাটঃ
সাড়ে ৬ ঘণ্টা পর সান্তাহার-পার্বতীপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার লাইনচ্যুত ট্রেনের বগিগুলো উদ্ধারের পর বেলা ১১টা ৩০ মিনিটের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঢাকাগামী একতা এক্সপ্রেস (৬০৭) ট্রেনটি আজ ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

জানা গেছে, শনিবার সকালে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় কয়েকঘণ্টা পর দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার কাজ শেষ করে।

আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা আকতার জানান, আজ শনিবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। আক্কেলপুর রেলস্টেশনে আটকে থাকা নীলসাগর এক্সপ্রেস ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ায় অপেক্ষমাণ যাত্রীদের ভোগান্তি কমেছে।

এর আগে আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা আকতার জানান, পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস (৬০৭) ট্রেনটি আজ শনিবার ভোর ৪টা ৪৮ মিনিটে আক্কেলপুর রেলস্টেশন থেকে ছেড়ে যায়। ট্রেনটি ছেড়ে যাওয়ার ১০ মিনিট পর আক্কেলপুর উপজেলার তিলকপুর রেলস্টেশনে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার মুঠোফোনে জানান, এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest