ঢাকা ২৬ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২০
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার আমতলী পৌর শহরের কলেজ সড়কে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ টি দোকান পুরে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। বৃহস্পতিবার রাত ১২.৩০মিঃ সময় পৌর শহরের কলেজ সড়কে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, রাতে মেসার্স তাজ সুজ ঘড় থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে এতে বিশ্বজিৎ সাহার লাইব্রেরীর ২৫ লাখ টাকার মালামাল, মেসার্স তাজ সুজ ঘড়েরর সাইদুলের ২০ লাখ টাকার জুতাসহ অন্যান্য মালামাল, মুনা জুতা ঘড়ের প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের জুতাসহ অন্যান্য মালামাল, বাবা লোকনাথ ডেন্টালের মালিক প্রবির সরকারের ৫ লাখ টাকার মালামাল এবং জুয়েল টেলিকমের কম্পিউটার ফটোকপিয়ার মেশিনসহ ৩ লাখ টাকার মালামাল পুরে যায়। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমতলী উপজেলা ফায়ার সার্ভিস স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের এখন পথে বসার উপক্রম হয়েছে। অগ্নিকাণ্ডে খবর পেয়ে আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আমতলী পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মো. মতিয়ার রহমান আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST