লালপুরে র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ ১ জন আটক

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২২

লালপুরে র‌্যাবের হাতে ২ কেজি গাঁজাসহ ১ জন আটক

এস ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি।

নাটোরের লালপুরে দুইটি পৃথক অভিযানে ০২ (দুই) কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

র‌্যাব-৫ এর প্রেস ব্রিফিং হতে জানা যায়, ১লা আগষ্ট সোমবার সন্ধ্যায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন গোপালপুর পৌরসভা এলাকা থেকে কোম্পানী অধিনায়ক, অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক, মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা, দুটি মোবাইল ৪ টি সীমকার্ড, ১ টি মেমোরীকার্ড সহ উপজেলার গোপালপুর পৌর এলাকা থেকে মৃত লুৎফর রহমানের পুত্র শাকিল হোসেন।

এই ঘটনায় লালপুর থানা অফিসার ইনচার্জ মনোয়ারুজ্জামান জানান, লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest